জিজ্ঞাসা
সিলন ইচ্ছেপূরণ অফারে সিলন ফ্যামিলি ব্লেন্ডের ৪০০ গ্রামের প্যাক কিনলেই আপনার জন্য নিশ্চিত উপহার হিসেবে থাকবে মোবাইল রিচার্জ। এছাড়াও ভাগ্যবান বিজয়ীরা পাচ্ছেন গাড়ি, বাইক, ফ্রিজ, টিভি, এসি, বিদেশ ট্যুর, ফার্নিচারসহ অনেক আকর্ষনীয় উপহার।
প্যাকের ভেতরের অংশে ১৩ ডিজিটের ইউনিক কোড লক্ষ্য করুন। কোডটি SMS করুন ২৬৯৬৯ নম্বরে। ফিরতি SMS-এই জানিয়ে দেওয়া হবে আপনি কোন উপহার পেয়েছেন।
বিস্তারিত জানতে কল করুন ০৯৬১ ২০০ ৮৮২২ নম্বরে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
১টি কোড একবারই পাঠাতে পারবেন। বারবার পাঠালে রিচার্জ পেতে সমস্যা হতে পারে। আপনার সমস্যার কথা জানান ০৯৬১ ২০০ ৮৮২২ নম্বরে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
১ সেপ্টেম্বর’২২ -এ শুরু হওয়া ইচ্ছে-পূরণ অফার এখনও চলছে। স্টক থাকা পর্যন্ত অফারটি চলবে।
উপহারপ্রাপ্তি নিশ্চিত করার সর্বোচ্চ ১ মাসের মধ্যেই আপনার হাতে উপহার পৌঁছে দেওয়া হবে।
অবশ্যই পাঠানো যাবে।
সিলন ফ্যামিলি ব্লেন্ড টি-এর নির্ধারিত প্রোমো কোড সম্বলিত প্যাক ও আপনার জাতীয় পরিচয়পত্র।
সেক্ষেত্রে অনলাইনেও অর্ডার করতে পারেন। দারাজ, চালডাল.কম এবং স্বপ্নের অনলাইন স্টোরে আপনি ইচ্ছেপূরণ অফারের প্যাক পেয়ে যাবেন।
আগোরা, মীনা বাজার, প্রিন্স বাজার, স্বপ্ন, ইউনিমার্টের সব আউটলেটে অফারটি পাওয়া যাবে।
প্যাকের ভেতরে মাঝখানের অংশে খুঁজে দেখুন।
সিলন ইচ্ছেপূরণ অফারটি সিলন ফ্যামিলি ব্লেন্ডের ৪০০ গ্রাম প্যাকের জন্য প্রযোজ্য।